Friday, May 1, 2015

নেপালে ৫ দিন পর জীবিত তরুণ উদ্ধার


নেপালে ৫ দিন পর জীবিত তরুণ উদ্ধার



নেপালে ভয়াবহ ভূমিকম্পের পাঁচ দিন পর ১৮ বছর বয়সী এক তরুণকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রাজধানী কাঠমান্ডুর একটি বহুতল আবাসিক ভবনের ধ্বংসস্তুপ থেকে বৃহস্পতিবার ওই তরুণকে উদ্ধার করা হয়।
পাশের একটি মোটর সাইকেলের কারণে ওই তরুণের ওপর কংক্রিট ও স্টিল এসে পড়েনি। মোটর সাইকেলটি ঢাল হিসেবে কাজ করেছে। ধ্বংসস্তুপের নীচ থেকে মানুষের শব্দ ভেসে আসার পর পাঁচ ঘন্টা তল্লাশি চালিয়ে  তাকে উদ্ধার করা হয়। নেপালের পুলিশের ইন্সপেক্টর লক্ষ্মণ বানসেত তাকে উদ্ধারের পর বলেছেন, উদ্ধার হওয়া যুবকের নাম তামাং। তার শরীরে বড় ধরনের কোনো ক্ষত সৃষ্টি হয়নি। বর্তমানে তাকে একটি অস্থায়ী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে, নেপালে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৪৮৯ জনে পৌঁছেছে। দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সেন্টার আজ এ তথ্য দিয়েছে। মৃতের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে গতকাল দেশটির প্রধানমন্ত্রী সুশীল কৈরালা জানিয়েছেন। একইসঙ্গে তিনি তিন দিনের জাতীয় শোক  ঘোষণা করেন। গত ২৫ এপ্রিল নেপালে ৭.৮ মাত্রার - 

No comments:

Post a Comment