রাজধানীর পুরান ঢাকার ধলপুরে একটি সাততলা ভবন হেলে পড়েছে। ধলপুরের
লিচুবাগান এলাকায় শুক্রবার সকাল সোয়া ১১টায় ভবনটি হেলে পড়ে। খবর পেয়ে
পুলিশ, ফায়ার সার্ভিস ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্মকর্তারা (রাজউক)
ঘটনাস্থল পরিদর্শন করে ভবনটি সিলগালা করে দেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা পরিদর্শক এনায়েত হোসেন
গণমাধ্যমকে বলেন, আবাসিক এ ভবনটি হেলে পড়ায় বাসিন্দাদের পুলিশ নিরাপদে
সরিয়ে নিয়েছে। খবর পেয়ে ফায়ার সাভিসের একটি ইউনিট গিয়ে রাজউকের
অনুমতিসাপেক্ষে ভবনটি সিলগালা করে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।